ইলামবাজার গভমেন্ট আইটিআই কলেজের সমাবর্তন উৎসব
শিক্ষা শেষে শংসাপত্র হাতে শিক্ষার্থীদের মুখের হাসি উৎসবের রং কে আরো রঙিন করে তুলল। শনিবার, বিশ্বকর্মা পুজোর দিন, ইলামবাজার গভ: আইটিআই কলেজে সমাবর্তন উৎসব অনুষ্ঠিত হয় ।ইলামবাজার গভমেন্ট আইটিআই মূলত 6 টি বিভাগের ওপর শিক্ষা প্রদান করা হয়ে থাকে ফিটার, ইলেকট্রিশিয়ান ,ইলেকট্রনিক্স মেকানিক্স ,সার্ভেয়ার কোপা এবং ওয়েল্ডার।